নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ ডেবারপাড়ে বাবাকে রাজাকার বলায় তার প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ছেলে মান্নান। এ ঘটনায় আকবর নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘বরফ ব্যবসায়ী মান্নানের পিতাকে আকবর, শহীদুলরা মিলে রাজাকার বলেছে। তার প্রতিবাদ করতে গেলে মান্নাকে পায়ে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আকবর নামে একজনকে আটক করা হয়েছে।’
বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।