পারিবারিক কলহের জেরে ৮০ বছরের বৃদ্ধ বাবাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে তার ছেলে শফিউল। আজ শুক্রবার (১৬ এপ্রিল) ইফতার শেষে সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ওই বৃদ্ধের নাম মো. কামাল। তিনি হাটহাজারী নতুন পাড়া ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী আকমল বাড়ির বাসিন্দা মৃত আবদুল করিমের ছেলে।
বৃদ্ধের প্রতিবেশী জয়নাল আবেদিন বলেন, ‘কামাল হোসেনের সঙ্গে তার ছেলে শফিউল পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ঝগড়া করতেন। আজ ইফতারের সেরে উঠেই ধারালো দা দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে রক্তাক্ত করেন তিনি। খবর পেয়ে আমরা আহত বৃদ্ধকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই।’
হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘রাত ৮টার দিকে হাটহাজারী উপজেলার নতুনপাড়া বিআরটিসি এলাকা থেকে মারাত্মক জখম এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশীরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।’