বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের থানচি থেকে ৩ কেজি ৮৫০ গ্রাম আফিমসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মউসিং ত্রিপুরা (৩৭)।
গতকাল শনিবার দুপুরে সদরে জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মউসিং ত্রিপুরা জেলার রুমা থানার কমলা বাগান উন্নয়ন বোর্ড পুনর্বাসনের অংথহা ত্রিপুরার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে থানচি সদরের জিরো পয়েন্ট তিন রাস্তার মোড় এলাকায় অভিযানে যায় সেনা রিজিয়ন ও র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মউসিং ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়। পরে তার সাথে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ৩ কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব আফিমের মূল্য ৩ কোটি ৮৫ লাখ টাকা। গ্রেপ্তার যুবককে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।