এওচিয়ায়-চোখের পলকেই আগুনে পুড়ে ভস্মীভূত ২টি ঘর

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আগুনে পু্ড়ে ছাই হয়ে গেল ২টি ঘর,তার মধ্যে একটি টিনের ছাউনি কাঁচা ঘর আরেকটি সেমিপাকা ঘর।

 

 

বুধবার রাত ৮.৪০মিনিটের নাগাদ উপজেলার এওচিয়ার ২নং ওয়ার্ডের শান্তির টেকের পশ্চিমে মমতাজ বেগম ও ছগীর আহমদের ঘরগুলিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঘরগুলির মালিক খুবই গরীব এবং অগ্নিকাণ্ডের শিকার ঘরে কিছুই নেই বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এওচিয়ার ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:ইলিয়াস সুমন ও ইউনিয়ন তাতীলীগের সভাপতি কমল।

 

এদিকে ভুক্তভোগীরা জানিয়েছেন লাকড়ীর চুলো থেকে এই আগুনের সূত্রপাত হয়ে এখানে কিছুই বাকি নেই যা পুড়েঁ ছাই হয়নি।

 

 

সাবেক ছাত্রনেতা মো:সোয়েব চৌধুরী জানিয়েছেন, আগুন লাগার সময় আমরা শান্তিরটেক দোকানে থাকায় সবাই একসাথে নিভানোর চেষ্টা করেছি পরে আমরা ফায়ার সার্ভিসকেও খবর দিয়ে এনেছি,তারা প্রায় ৪০মিনিট পানি মেরে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

 

অপরদিকে সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন জানান,আমরা খবর পেলাম ৮.৪০ এ দ্রুত এসে আমরা ৩০থেকে ৪০মিনিটের ভেতর আগুন নিভাতে সক্ষম হই।

 

 

দুটি ঘর পুড়েছে একটি কাঁচা অপরটি সেমি পাকা তাদের ক্ষতির পরিমাণ প্রায় ৪লক্ষ টাকা হবে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

 

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, খুব দ্রুত ক্ষতিগ্রস্তদের  পাশে দাঁড়াবে সাতকানিয়া উপজেলা প্রশাসন।

 

এদিকে ক্ষতিগ্রস্ত ঘরগুলিতে তাৎক্ষণিক পরিদর্শনে গিয়ে তাদের সমবেদনা জানিয়েছেন সাতকানিয়া উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.