অস্থির খাগরিয়া,গ্রুপিং বলিতে কাদঁছে মানবতা!

সাতকানিয়া প্রতিনিধি

জানেনা কেউ এই সহিংসতার শেষ কবে!এই সহিংসতার জেরে বহু পরিবার ইতিমধ্যেই ঘরছাড়া।

তেমনি জাফর আহমদ ৪ সন্তান নিয়ে আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

কথা হয় জাফর আহমদের সাথে, গেলো ১২ই জানুয়ারী খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তৈয়ারপাড়ায় সামাজিক নেতৃত্বের দন্ধ ও পূর্ব শত্রুতার জেরে এখন পৈতৃক ভিটি হারা জাফরআহমদের পুরো পরিবার।

তিনি জানান,লিয়াকত মেম্বারের শেল্টারে সোহেল সহ প্রায় ১৫/১৬জন মিলে আমার বাড়ি ভাঙচুর ও লুঠপাঠ চালায় একই সাথে প্রতিবেশী জেয়াবুলের পাকা দালান লুঠ সহ সবকিছুই ভেঙ্গে চুরমার করে দেয়।

প্রতিবেশী জেয়াবুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হ্যা আমার বাড়ি ঘর লুঠপাট ও ভাংচুর যারা করেছে তারা সবাই বর্তমান মেম্বার লিয়াকতের সমর্থক।

আমি এই গ্রুপের ১৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি সাতকানিয়া থানায়।

জানাযায়,খাগরিয়ার ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার লিয়াকত আর সাবেক মেম্বার সালামের সমর্থকদের মধ্যেই মূলত সামাজিক আধিপত্যের বিস্তার নিয়ে এই সহিংসতা লেগেই আছে।
আর এই গ্রুপের বলির কারণে অতিষ্ঠ পুরো ইউনিয়ন।

তবে সাবেক চেয়ারম্যান সালাম বলেন,লিয়াকত মেম্বার মূলত ইয়াবাকারবারীদের শেল্টার দিয়ে সবসময় সহিংসতা বেধেঁই রাখেন।এবং তার কারনেই মূলত গত ১৬ই জানুয়ারী সকালে মনির আহমদের ছেলে সোহেলের সাথে ঘটনার উৎপাত।

আমি এই লিয়াকত মেম্বারের অপকর্মের বিষয়ে বিচার চাই।

এদিকে লিয়াকত মেম্বারের সাথে কথা বলার জন্য বার বার ফোন করা হলে ও তিনি কথা বলেননি।

এদিকে একাধিক এলাকাবাসী জানান,মেম্বার মেম্বার গ্রুফিং আর সমাজে সমাজে গ্রুপিং এসবের কোন্দলে কাদঁছে নিরীহ জনতা!
জানিনা এমন কালো অধ্যায় কবে হবে শেষ!”

মন্তব্য করুন

Your email address will not be published.