নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে ধান কেটে নেয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে।
৩০শে নভেম্বর গভীরাতে উপজেলার উত্তর ঢেমশার ৯নং ওয়ার্ডের চৌধুরী হাট এলাকায় মৃত সিদ্দিক আহমেদের পুত্র মো: নুর হোসেনের বর্গা জমিতে এই ঘটনা ঘটে।
ঘটনায় অভিযুক্তরা হলেন একই এলাকার মো: দানেশের পুত্র মো: ইসমাইল ও ওসমান গনি।
এই বিষয়ে ভুক্তভোগী নুর হোসেন সাতকানিয়া থানা,সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা কৃষি অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি ইসমাঈল, ও ওসমান গনিকে তার বর্গাকৃত জমির ধান গভীররাতে সন্ত্রাসী কায়দায় ধান নষ্ট,ও ধান হাড়ি মুড়িয়ে নষ্ট করার জন্য সরাসরি অভিযুক্ত করেন।
এবং তিনি একই অভিযোগে এই তার আনুমানিক ১লক্ষ ২০হাজার টাকা ক্ষতি হয় বলেও উল্লেখ করেন।
লিখিত অভিযোগ সুত্রে আরো জানা যায়, নুর হোসেন একজন বর্গাকৃত কৃষক, তার জমির আসল মালিক একজন প্রবাসী, ঐ প্রবাসীর সাথে দীর্ঘদিন ধরে এই ইসমাইলদের সাথে জায়গা জমি নিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা চলে আসছিলো।
এবং প্রতিটা মামলা মোকদ্দমার ডিক্রি, জমির প্রকৃত মালিক প্রবাসীর পক্ষেই এখনো বহাল।
ভুক্তভোগী বর্গাচাষী নুর হোসেন বলেন,আমি একজন অসহায় কৃষক, আমি দানেশের পুত্রদের এহেন সন্ত্রাসী কর্মের বিচার চায়।