নিজস্ব প্রতিবেদক
দৈনিক দেশ রূপান্তরের সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপনকে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সোনাগাজীর চর চান্দিয়ার গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ১৮ নভেম্বর সেনবাগ উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজি চালক আবদুর রব বাদী হয়ে ১৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় আবুল হোসেন রিপনকে ৫২ নম্বর আসামি করা হয়েছে।
আবুল হোসেন রিপন বলেন, ‘মামলায় উল্লেখিত ঘটনার দিন আমি নিজ বাড়িতে ছিলাম। আমি সোনাগাজী উপজেলা থেকে গত দুই দশক ধরে সাংবাদিকতা করি। সাংবাদিকতার ক্ষেত্রে অনেক প্রতিপক্ষ থাকতে পারে। তারা হয়তো আমাকে জড়িয়েছে। আমি কোনো দল বা পদ-পদবিতে নেই। আমি এ ব্যাপারে ন্যায়বিচার আশা করি।’
সাংবাদিককে কেন মামলায় আসামি করলেন— এমন প্রশ্নের উত্তরে বাদী বলেন, ‘তিনজন বিএনপি-জামায়াতের নেতা আমাকে ১০ হাজার টাকা দিয়ে কয়েকটি স্টাম্পে স্বাক্ষর নিয়েছে। পরে ওই পেপারগুলো ফেনী মডেল থানায় জমা দিয়েছি। কোনো নিরপরাধ যেন হয়রানির শিকার না হয় সেটা আমি ওসিকে বলেছি।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, র্যাব আবুল হোসেন নামে একজনকে আটক করে থানায় দিয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।