সরকার পটপরিবর্তনে এক কৃষকের ক্ষেত দখলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

সাতকানিয়া ঢেমশা চৌধুরী হাট এলাকায় -

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে রোপন করা চারা ধান প্রকাশ্যে  উপড়ে  ফেলার  অভিযোগ ওঠেছে স্থানীয় প্রতিপক্ষের বিরুদ্ধে।

 

১০ই ফেব্রুয়ারী রবিবার  দিনেদুপুরে  উপজেলার উত্তর ঢেমশার ৯নং ওয়ার্ডের চৌধুরী হাট এলাকায় মৃত সিদ্দিক আহমেদের পুত্র মো: নুর হোসেনের বর্গা জমিতে এই ঘটনা ঘটে।

ঘটনায় অভিযুক্তরা হলেন একই এলাকার মো: দানেশের পুত্র মো: ইসমাইল ও ওসমান গনি।

 

এই বিষয়ে ভুক্তভোগী নুর হোসেন বলেন, আমি এক প্রবাসীর কাছ থেকে জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছি কিন্তু সরকার পতনের সুযোগ নিয়ে আমার ক্ষেত ও জমি দখল করতে চায় তারা।

তিনি আরো বলেন গত সিজনেও তারা আমাকে বাধা দিয়েছিলো তাই তাদের বিরুদ্ধে সাতকানিয়া থানা,সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা কৃষি অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলাম।

তখনও তার অভিযোগে  ইসমাঈল, ও ওসমান গনিকে তার বর্গাকৃত জমির ধান গভীররাতে সন্ত্রাসী কায়দায় ধান নষ্ট,ও ধান হাড়ি মুড়িয়ে নষ্ট  করার জন্য সরাসরি অভিযুক্ত করেন।

এবং তিনি একই অভিযোগে এই তার আনুমানিক ১লক্ষ ২০হাজার টাকা ক্ষতি হয় বলেও উল্লেখ করেন।

লিখিত অভিযোগ সুত্রে ও স্থানীয়সূত্রে  জানা যায়, নুর হোসেন একজন বর্গাকৃত কৃষক, তার জমির আসল মালিক একজন প্রবাসী, ঐ প্রবাসীর সাথে দীর্ঘদিন ধরে এই ইসমাইলদের সাথে জায়গা জমি নিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমা চলে আসছিলো।

এবং প্রতিটা মামলা মোকদ্দমার ডিক্রি, জমির প্রকৃত মালিক প্রবাসীর পক্ষেই এখনো বহাল।

ভুক্তভোগী বর্গাচাষী নুর হোসেন বলেন,আমি একজন অসহায় কৃষক, আমি দানেশের পুত্রদের এহেন সন্ত্রাসী কর্মের বিচার চায়।

 

এদিকে পুনরায় রবিবারের ঘটনায় পার্শবর্তী ঢেমশা  চৌধুরী হাটের পুলিশ বিট এসে নির্বৃত্ত করেন বলে জানা যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.