পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্রীয় নি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল সমর্থিত বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সাথে মত বিনিময় করেছেন। ২২ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা হল রুমে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনাফ,দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, ছাত্রনেতা জিল্লুর রহমান, ইসমাইল চৌধুরী, ইদ্রিস পানু, ফজলুল কাদের, সিডিএ মেম্বার নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, খোকন মেম্বার, নুরুল আমিন, আবদুস সালাম ফারুকী, পটিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি মিশকাত, শ্রমিক দলের নেতা আমজাদ হোসেন তালুকদার, জমির উদ্দীন আজাদ, আবু বক্কর,আজাদ হাসান রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মত বিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল। জনগণ এতদিন বৈষম্যের শিকার হয়েছিলেন। পটিয়া উপজেলার উন্নয়নের ক্ষেত্রে সম বন্টন করার জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
আ ন ম সেলিম
পটিয়া, চট্টগ্রাম