জুলাই আহতদের দাবীর আন্দোলনেও জয় বাংলা স্লোগান গ্রেফতার-১

বার্তা ২৪

দাবী আদায়ে  রাজধানীর শিশুমেলাতে চলমান আন্দোলনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বক্তব্য ও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি।

পরে আন্দোলনকারীরা সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের হাতে তুলে দেন তাকে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে আন্দোলনরত স্থানে এই ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত স্থানে আহতদের নিয়ে বক্তব্য দিতে থাকেন এই ব্যক্তি। এসময় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বললে আন্দোলনকারীদের তোপের মুখে পরেন এই ব্যক্তি।

এর আগে বক্তব্যের আগ মুহুর্তে ‘জয় বাংলা’ বলে একবার স্লোগান দিয়ে উঠেন। পরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বললে আন্দোলনকারীদের তোপের মুখে পরে পালানোর চেষ্টা করলে গণপিটুনির শিকার হন তিনি। পরে আন্দোলনকারীরা সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যদের হাতে তুলে দেন।

এদিকে, সাত দফা দাবিতে সকাল থেকেই শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা।

এর আগে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেন

মন্তব্য করুন

Your email address will not be published.