চট্টগ্রামে চার জুয়াড়ি আটক
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মো. ইসমাইল (৫৫), মো. সুজন (২৮), মো. মইনুদ্দিন (২৪) ও মো. সবুজ (৩০)।
আজ রোববার ভোর রাতে সরাইপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ নগদ দুই হাজার ১০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ‘গোপন সূত্রে সংবাদ পেয়ে ভোর রাতে নগদ টাকা ও সরঞ্জামসহ চার জুয়াড়িকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’