রেলওয়ের কোটি টাকা আত্মসাতে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :  রেলওয়ে কর্তৃপক্ষ জুনিয়র হিসাব কর্মকর্তা ফয়সাল মাহমুদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে।

আজ রোববার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা কামরুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, রেলওয়ে পূর্বাঞ্চলের ডিএফএ (অর্থ) ফারজানা উম্মে খানম, ডিএফএ (বুকস অ্যান্ড অ্যাকাউন্টস) আব্দুল আওয়াল।

এছাড়া কমিটির দুই সদস্যকে কারিগরি সহায়তা দিতে টেকনিক্যাল সাপোর্ট অফিসার আব্দুল আল আসিফ কমিটির সঙ্গে কাজ করবেন।

তিনি বলেন, ফয়সালের বিরুদ্ধে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের কারিগরি সহায়তা দিতে একজন টেকনিক্যাল সাপোর্ট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে রেলওয়ে পূর্বাঞ্চলের জুনিয়র হিসাব কর্মকর্তা ফয়সাল মাহমুদ জালিয়াতির মাধ্যমে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অ্যাকাউন্ট থেকে কোটি টাকার বেশি সরিয়ে নিয়েছেন বলে প্রমাণ পায় রেলওয়ে কর্তৃপক্ষ। পরে রাতেই তাকে আরএনবি আটক করে।

মন্তব্য করুন

Your email address will not be published.