রিকশা চালক নুরুল কবির হত্যার আসামি আব্দুল মজিদ্যা গ্রেফতার

উপজেলার দ্বীপ চরতী থেকে তাকে আটক করা হয় -

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়ার আলোচিত নুরুল কবির হত্যাকান্ডের আসামি আব্দুল মজিদ(৬০) প্রকাশ( মজিদ্যা)কে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

 

 

২০শে সেপ্টেম্বর (শনিবার)রাত ৯টার দিকে উপজেলার দ্বীপ চরতী থেকে মজিদকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার এসআই আনোয়ার হোসেন। 

 

জানা গেছে, উপজেলার এওচিয়া ছড়ারকুলের ৪নং ওয়ার্ডের সুয়ার বাপের বাড়ি এলাকার রিকশা চালক নুরুল কবিরের বাড়ি ভিটা উচ্ছেদ করে পাকা দেয়াল নির্মাণ করতে চাইলে মাত্র ৪ ইঞ্চি জায়গার বিরোধে পিতা পুত্র মিলে প্রকাশ্যে দিনের আলোতে ৬ই সেপ্টেম্বর বিকালে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করেন।

 

ঘটনায় মজিদের ছেলে শহিদুল ইসলামকে ১নং আসামি করে সাতকানিয়া থানায় ৭জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত নুরুল কবিরের চাচাত ভাই নেজাম উদদীন।

এদিকে হত্যা মামলার বাদী নেজাম উদদীন বলেন,মজিদ এবং তার ছেলেরা মিলে চূড়ামণির দেলোয়ারের প্রত্যক্ষ সহযোগিতায় ও সোবানের ইন্ধনে আমার ভাই নুরুল কবিরকে নির্মম ভাবে হত্যা করা হয়।

 

আমি কক্সবাজার থেকে আসতে আসতে দেরী হওয়ায় নুরুল কবির  ভাইয়ের একটুখানি জীবিত চেহারাও দেখিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.