মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী) ::
দ্বীপ উপজেলা মহেশখালীতে বজ্রপাতে মোহাম্মদ সুমন (২৮) নামে এক চিংড়ি প্রজেক্ট শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকার মোঃ মঞ্জুর আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, বদরখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাকিবুল হোসাইন।
স্থানীয় সূত্র জানা যায়, সুমন মাইজপাড়া এলাকার পশ্চিমে নয়াকাটা ঘোনা নামে একটি চিংড়ি ঘেরের শ্রমিক ছিলেন। হঠাৎ ঝড়োবৃষ্টির সাথে বজ্রপাত হলে চিংড়ী ঘেরের বাসা থেকে বের হতে গিয়ে সুমন বজ্রপাতে আহত হয়। পরে তাকে তার সহকর্মীরা উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমনের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।