এওচিয়ায় -বক্করকে রক্তাক্ত করেও মামলা প্রত্যাহার করার জন্য দিচ্ছে হুমকি ও চালাচ্ছে অপপ্রচার

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ায় প্রতিপক্ষের হামলায় বক্কর নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় হামলাকারীদের কাছ থেকে একটি একনলা ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।ঘটনায় সাতকানিয়া থানায় দায়ের কৃত মামলা প্রত্যাহার করার জন্য প্রতিপক্ষ হুমকিও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আবু বক্কর।

৩০শে সেপ্টেম্বর (মঙ্গলবার) ভুক্তভোগী আবু বক্কর সাতকানিয়া থানায় উক্ত বিষয়ে একটি জিডি দায়ের করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ই সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলীচান পাড়ার বইক্কে বর দোকানের উত্তর পাশের নতুন ব্রিজের উপর মৃত নুর আহম্মেদের ছেলে প্রবাসী মোঃ বক্কর (৩০)-এর ওপর হামলা চালায় প্রতিপক্ষের একদল যুবক।

 

হামলায় নেতৃত্ব দেন একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আইয়ুব আলীর ছেলে ডালিম (৪০) ও তার ভাই সেলিম (৩৫)কলিম,আবু হানিফের ছেলে মো: আবিদ(২৪) রুহুল আমিনের মো:রাকিব,নুরুল আলমের ছেলে মো:ইয়াছিন, সাত্তারের ছেলে টিপু,জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলামসহ তাদের সঙ্গে আরও কয়েকজন যুবক যুক্ত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে উক্ত ঘটনায় উপরোক্ত অভিযুক্তদের বিরুদ্ধে আহত আবু বক্করের বড় ভাই আবুল বশর বাদী পরদিন ১৮ই সেপ্টেম্বর সাতকানিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে অভিযুক্তরা আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে এলাকা ছাড়া হলেও আহত আবু বক্করের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একের পর এক হুমকি ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আবু বক্কর।

ভুক্তভোগী আবু বক্কর বলেন,আমি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় -আমাকে হত্যার উদ্দেশ্য হামলা করেন,পরে আমি আল্লার রহমতে বেঁচে গেলেও তারা এখনো আইনের আওতায় না আসায় আমার হত্যাচেষ্টা মামলাটি তুলে নেয়ার জন্য ব্যাপক চাপ প্রয়োগ করে আসছেন।

এবং আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ভিডিও বানিয়ে ও ছবি বিকৃত করে আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছেন।
তিনি আরো বলেন,আমি মামলা প্রত্যাহার না করলে আমার সাথে সামনে আরো ঘটনা করবে বলেও বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি পাঠানো হচ্ছে ফলে আমি আতংকিত হয়ে সাতকানিয়া একটি সাধারণ ডায়েরী করি।

ভুক্তভোগী আবু বক্কর বলেন,মাদককারবারে বাধা দিয়ে আমি নিরীহ মানুষ হামলার শিকার হয়েছি এখন শুনতেছি আমি নাকি উল্টো তাদের বাড়িঘর ভাংচুর করার পাঁয়তারা চালাচ্ছি, অপরদিকে আমাকে দেয়া হচ্ছে প্রাননাশের হুমকি।
আমি উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করব খুব দ্রুত কারণ তারা ফেসবুকে আমাকে প্রতিনিয়ত কটুক্তি করে যাচ্ছেন।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.