পতিত স্বৈরাচারকে ফেরানোর সুযোগ কাউকে দেওয়া হবে না

 

সাতকানিয়া সংবাদদাতা :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, পতিত স্বৈরাচারকে ফেরানোর সুযোগ কাউকে দেওয়া হবে না যারা স্বৈরাচারী হাসিনার ভাষায় কথা বলবে,হাসিনাকে ফেরানোর চেষ্টা করবে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। জামায়াত নেতাকর্মীদেরকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে জনমত গঠন করতে হবে।

 

তিনি ৩ অক্টোবর শুক্রবার বিকেলে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সেন্টার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ার উল আলম চৌধুরী।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, এওচিয়া জামায়াতের সহ-সভাপতি মাওলানা জাকারিয়া, মোঃ জাকারিয়া, সাবেক সভাপতি ডাক্তার জাফর উল্লাহ , শ্রমিক নেতা আরিফুল ইসলাম, সম্মেলনটি পরিচালনা করেন এওচিয়া ইউনিয়ন সেক্রেটারি ফারুক হোসাইন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.