সাতকানিয়ায়- অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় দালাল চক্র লেগেছে ইউএনও ‘র’বিরুদ্ধে
বিভিন্ন দপ্তরে ইউএনও এর বিরুদ্ধে প্রমাণহীন যাচ্ছে অভিযোগ -
নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া
চট্টগ্রামের সাতকানিয়ায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের বিরুদ্ধে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দেয়ার তথ্য প্রতিবেদকের হাতে এসেছে।
১১ই সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১১.১০মিনিটে এমন তথ্য জানিয়েছেন খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেরিফাই সামাজিক যোগাযোগ মাধ্যম উপজেলা প্রশাসন সাতকানিয়া নামক আইডিতে।
প্রচারিত পোষ্টে কারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিচ্ছে তা স্পষ্ট করেননি তিনি, তবে অনেকটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।
উপজেলা প্রশাসন সাতকানিয়ার ওই আইডিতে যা লেখা আছে হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-
“যারা বিভিন্ন সরকারি দপ্তরে উপজেলা নির্বাহী অফিসারের নামে অভিযোগ দিচ্ছেন তাদের উদ্দেশ্য কি?
উপজেলা কেন্দ্রিক দালালি -সিন্ডিকেট কে বাঁচিয়ে রেখে সাতকানিয়াবাসীকে হয়রানির বেড়াজাল থেকে বের হতে না দেওয়া নাকি মহৎ কোন উদ্দেশ্য নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন।”
প্রচারিত পোষ্টে প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২০জনে লাইক দিয়েছে ২০জনে শেয়ার করেছি ২৪জনে কমেন্ট করেছেন।
কমেন্টে জাহেদুল ইসলাম নামে একজনে লিখেছেন আপনি আমাদের সাতকানিয়াবাসীর জন্য ফাটাকেষ্ট।সাংবাদিক হারুন লিখেছেন এমন লোক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আপনি আপনার মতো করে চালিয়ে যান যতক্ষন পযন্ত আপনার রিজিক আল্লাহতালা সাতকানিয়ায় রেখেছেন ততক্ষণ পযন্ত যত অভিযোগ করুক না কেনো সফল হবেনা।
সাংবাদিক আবু বক্কর নামে একজনে লিখেছেন,, আপনি সাতকানিয়া আসার পর দেখছি মাঝারি আকারে একটি ভূকম্পন হচ্ছে । রিক্টার স্কেলে ২/৩ মাত্রা। মাত্রাতিরক্ত হলে অসহনীয় হতে পারে। বড় ঝাঁকুনির আগে সয়েল টেষ্ট করছে ভূমিধস সহ্য করতে পারবে কি না। তাই নানা অভিযোগ।সুতরাং গো এ হেড। সাধারণ জনগণ আপনার নীতিবাচক দৃষ্টিভঙ্গির পক্ষে আছে।
এদিকে সাংবাদিক এরশাদ লিখেছেন, আপনার কাজ আপনি চালিয়ে যান, জনগণ আপনার সাথে আছে।এখানে অনেকে মনে করছেন সাংবাদিক এরশাদের মন্তব্য অনেকটা তৈলাক্ত, যেহেতু ইউএনও একজন প্রজাতন্ত্রের কর্মচারী।
নাজিম উদদীন লিখেছেন দালালি বন্ধ হোক। দুই নম্বরি বন্ধ হোক। অভিযোগ দিলে, মিথ্যা হইলে পাল্টা আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। গুটিকয়েক দালালের কাছে মাথানত নয়; বরং দালালদের মাথানত করতে বাধ্য করা হোক।
দালালদের নাম ছবি প্রকাশ করা হোক। আপনার জন্য শুভ কামনা রইল।
তবে এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন,এক শ্রেনীর অশিক্ষিত দালাল চক্র সাংবাদিক পরিচয় দিয়ে ইউএনও সাহেব থেকে অনৈতিক সুবিধা নিতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাতকানিয়াবাসীর বৃহত্তর স্বার্থে তা বার বার প্রত্যাখান করায় ওই চক্র তার বিরুদ্ধে ওঠেপড়ে লেগেছে।