জনগনের সরকার প্রতিষ্ঠাই নির্বাচনের বিকল্প নেই- এনাম

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এনামুল হক এনাম বলেন,দেশে গনতন্ত্র পুনরুদ্ধার করতে হলে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই।

সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষণা করেছে বিএনপি। বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এক সাগর রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়ে তুলেছিল, সেই রাষ্ট্রের মালিকানা আজ তাদের হাতে নেই। এই রাষ্ট্র মেরামত ও পুনর্গঠন করতে হবে। দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এ লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন।

শুক্রবার সকালে উপজেলার শান্তির হাট এলাকায় কুসুমপুরা ইউনিয়ন বিএনপির উদ্দ্যেগে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে তিনি এসব মন্তব্য করেন।

এসময় পটিয়া উপজেলা বিএনপির সাবে সদস্য সচিব খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, হাজী কামাল উদ্দীন, উপজেলা বিএনপি নেতা মাহাবুবুর রহমান, হাজী ইব্রাহিম সওদাগর, আবু সালেহ্ চৌধুরী, মুমিন সওদাগর সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.