চুল কাটতে গিয়ে কক্সবাজারের যুবলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

কক্সবাজার জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সহ সভাপতি ও জেলা যুবলীগ নেতা আব্দুল মোনাফ সিকদারকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, সেলুনে চুল কাটারত অবস্থায় শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় ঢাকা থেকে মোনাফকে গ্রেপ্তার করা হয়।

গত ৬ মে সকালে কক্সবাজার শহরে ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ। ২০ থেকে ২৫ জনের ঐ মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই মিছিলে মোনাফকে নেতৃত্ব দিতে দেখা যায়।

এছাড়াও সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়ে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন, মোনাফ ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামী ।

মন্তব্য করুন

Your email address will not be published.