বাঁশখালীতে শীতার্তদের মাঝে কর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশন (কেকা)র কম্বল বিতরণ

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

”মানুষ মানুষের জন্য, ক্যাডেট দেশের জন্য”, স্লোগান নিয়ে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)- এর কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশন (কেকা) বাঁশখালীর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে। বাঁশখালীর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অডিটোরিয়াম কেকার কার্যালয়ে কম্বল বিতরণ কার্যক্রমে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এক্স-ক্যাডেট ফোরামের সহযোগিতায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় ক্যাপ্টেন (অব.) শহিদ উদ্দিন (বিএনসিসিও), কেকার সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কাদের, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ইমতিয়াজ উদ্দিন, বাঁশখালী ডিগ্রি কলেজ প্লাটুনের পিইউও আনিসুর রহমান, এক্স ক্যাডেটদের মধ্যে মো আলমগীর, আলী আজম, মো রিয়াদ, মো নেজাম উদ্দিন, মো মুনছুর, সয়ন দাশ
বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব মুহাম্মদ মিজান বিন তাহের ও সাংবাদিক শফিউল্লাহ, বর্তমান ক্যাডেটদের মধ্যে সিইউও ও বাঁশখালী কলেজ প্লাটুন ইনচার্জ বিজয় দাশ, মো রিয়াদ, মো রাকিব, মো আসাদুল ইসলাম, মো শাহেদ, মো পারভেজ, আকতিয়া সোলতানা, তাসরিপা সোলতানা, মারুফা সোলতানা, সিপা সোলতানা বক্তব্য রাখেন। কেকার শীতবস্ত্র বিতরণের শেষে বাঁশখালী এক্স-ক্যাডেটবৃন্দ ও বর্তমান ক্যাডেটদের কেকার প্রতিনিধি দল সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে মতবিনিময় সভায় মিলিত হন।

মন্তব্য করুন

Your email address will not be published.