বাচ্ছু পাটোয়ারী কমল,মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
চট্টগ্রামের মিরসরাইয়ের মালিয়া ইউনিয়নের অজোপড়াগায়ে বসবাস করেন বয়োঃবৃদ্ধ দুই বোন আছিয়া ও খাদিজা।
স্বামী সন্তানহারা অসহায় দুই বোনের মাথা গোঁজার ছিলোনা কোনঠাই। বর্ষায় জলে ভিজে, রোদে পুড়ে, তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছিলেন।
সাম্প্রতিক ১৩ নং ইউনিয়ন জামায়াতের নজরে আসলে দলিয় সিদ্ধান্ত মোতাবেক অসহায় দুই নারীর ঘর তৈরি করে দেয়ায় সিদ্ধান্ত নেয়া জামায়াতে ইসলামী।
স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে গত ১ মাসের প্রচেষ্টায় একটি দুই কক্ষ বিশিষ্ট টিনের ঘর নির্মাণ করে দেন।
রবিবার ( ৪ জানুয়ারি) সকালে মিরসরাই জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান দুইটি ঘরের চাবি হস্তান্তর করেন দরীদ্র দুই নারির কাছে।
চাবি হস্তান্তরকালে এডভোকেট সাইফুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় চেষ্টা করে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে।
তবে এসব বিষয় বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রচার মাধ্যমগুলোতে দেওয়া হয়না। ভালো কাজের পাশাপাশি ভালো কাজগুলো প্রচার করা প্রয়োজন এতে অন্যরাও ভালো কাজে উৎসাহিত হবে ভালো কাজে এগিয়ে আসবে।
নতুন ঘর পেয়ে আছিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, একটা ভাঙ্গা ঘর, ভাঙ্গা বেড়া আর ছিদ্রে ভরা ছিলো টিনের চালা।
বৃষ্টি হলে ঝরঝর করে পানি পড়ে কাঁথা বালিশ ভিজে যেতো। ভাঙ্গা বেড়া দিয়ে শীতের রাতে উত্তরের বাতাস বিনা বাধায় ঘরে ঢুকে যেতো। তীব্র শীতে কাঁথা মুড়িয়ে ও শীত নীবারণ করতে পারতাম না।
জামায়াতের লোকজন ঘরটা করে দিয়েছে আমাদের দুই বোন কে। একপাশে আমি আছিয়া অন্যপাশে আমার বোন খাদিজা থাকবে। জামায়াতের লোকজনের জন্য আমরা দোয়া করি। আমাদের আরেক বোন আছে তার ঘরও ভাঙ্গা।
তার ঘরটা করেদিলে তারও থাকার জন্য ভালো হতো।
জামায়াতের স্থানীয় দায়িত্বশীলরা বলেন আমাদের নিজেদের পকেটের টাকায় দুই বোনের জন্য ঘরটি করে দিয়েছি। ভবিষ্যতে যদি সম্ভব হয় অন্য বোনের ঘরটিও করে দেবো ইনশাআল্লাহ।