পটিয়ায় ইউ সদস্য সামশুল আলম গ্রেফতার 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় খরনা ইউনিয়ন পরিষদের সদস্য সামশুল আলম(৫২)

কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

রবিবার (৪ জানুয়ারি) গভীর রাতে পটিয়া থানা পুলিশের ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে পটিয়া পৌরসভাস্থ ছবুর রোড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।। সে খরনা ইউনিয়নের দক্ষিন খরনা ০৫ নং ওয়ার্ডের

মৃত মফজল আহমদ ও নুরজাহান বেগমের ছেলে। সে খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বলে পুলিশ সূত্রে জানা যায়।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান,খরনা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা সামশুল আলম কে

পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে

পটিয়া থানার একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলা মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.