বাঁশখালীতে পুলিশ থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল স্থানীয় জনতা

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া পুলিশ ফাঁড়ি থেকে ধরতে যাওয়া আওয়ামী লীগ নেতা জিয়াউল হক চৌধুরীকে ছিনিয়ে নিল জনতা।

আজ সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড কদম রসুল বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউল হক চৌধুরী নাশকতা মামলার আসামি। বাহারচড়া পুলিশ ফাঁড়ির এসআই নাছিরসহ সঙ্গী পুলিশ ফোর্স জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তার করতে যায়। গ্রেপ্তার করতে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নারী-পুরুষ ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার বাঁধার মুখে আসামি জিয়াউল হক চৌধুরী পালিয়ে যায়। খবর পেয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ অতিরিক্ত ফোর্সসহ ঘটনাস্থলে যান।

এ বিষয়ে জানতে এসআই নাছিরকে ফোন করা হলে তিনি বিষয়টি স্বীকার করে পরে বিস্তারিত জানাবেন বলে ফোন সংযোগ কেটে দেন।

এ বিষয়ে ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ বাধার মুখে পড়ে। যারা পুলিশের কাজে বাধা দিয়েছেন তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি বর্তমানে ঘটনাস্থলে আছি।

মন্তব্য করুন

Your email address will not be published.