আবারও ভাসানচর থেকে পালানো ১২ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানো নারী, পুরুষ ও শিশু সহ ১২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ জুন) সকা কোম্পানিগঞ্জের চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরএলাহী দক্ষিণ ঘাট থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ।

তিনি জানান, স্থানীয় এক ব্যক্তি প্রথমে তাদের আটক করে। পরে খবর পেয়ে কোম্পানিগঞ্জ থানা পুলিশ আটককৃতদের থানায় নিয়ে আসে। তাদের মধ্যে তিন জন নারী, তিন জন পুরুষ ও ছয় জন শিশু। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক রোহিঙ্গাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে গত ১৯ মে ভাসানচর থেকে পালানোর সময় নোয়াখালীর সুবর্ণচরে দুই রোহিঙ্গা কিশোরীকে আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন।

মন্তব্য করুন

Your email address will not be published.