চট্টগ্রামের বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকায় কবরস্থানের সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ৪ জন। আহত হয়েছে ১৩ জন।
শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বাকলিয়া থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, বড় মৌলভী কবরস্থানে নতুন সাইনবোর্ড টাঙ্গানোকে কেন্দ্র করে বড় মৌলভী বাড়ির লোকজন ও স্থানীয় ইয়াকুব আলীর লোকজন সংঘর্ষে জড়ায়।
গুলিবিদ্ধরা হলেন- মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫) ও মো. ফয়সাল (২৮)।
আহতরা হলেন- মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও মো. সামাদ (২২)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, দুপুর ১২টার দিকে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে দেন। গুলিবিদ্ধ ৪ জন সহ আহত সবাই আশঙ্কামুক্ত।