খালেদাকে চিকিৎসার সুযোগ না দেওয়া অমানবিক: নজরুল

নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ হয়ে আছেন এবং তিনি অসুস্থ। আমরা তার কারামুক্তি দাবি করছি। আমরা দাবি করি, দেশের অন্যসব মানুষের মতো তিনিও যেন চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান। তার ওপরে অন্যায়ভাবে যেসব বিধি-নিষেধ আরোপ করা হয়েছে সেটা যেন প্রত্যাহার করা হয়। বিএনপির এই নেতা আরও বলেন, করোনার মধ্যেও সরকারের নানারকম হঠকারী সিদ্ধান্ধের কারণে জনগণ নানাভাবে নাজেহাল হচ্ছে। আজকে দেশের কোথাও চিকিৎসা পাওয়া যাচ্ছে না। অথচ সরকার বলছে তারা উন্নয়নের রোল মডেল।

লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরা‌নের সভাপ‌তি‌ত্বে ও মহাস‌চিব লায়ন ফারুক রহমা‌নের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ২০ দলীয় জো‌টের শ‌রিক জামায়া‌তে ইসলামীর মাওলানা আবদুল হা‌লিম, জাতীয় পা‌র্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, খেলাফত মজ‌লি‌সের মাওলানা মো. ইসহাক, কল্যাণ পা‌র্টির মেজর জেনা‌রেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, এন‌পি‌পির ড. ফ‌রিদুজ্জামান ফরহাদ, ইসলামী ঐক্য জো‌টের মাওলানা আবদুর রকীব, জাগপার খন্দকার লুৎফর রহমান, এন‌ডি‌পির কারি আবু তা‌হের, জাতীয় দ‌লের অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এল‌ডি‌পির শাহাদাত হো‌সেন সে‌লিম, মুস‌লিম লী‌গের জুল‌ফিকার বুলবুল চৌধুরী, জ‌মিয়‌তে ওলামা‌য়ে ইসলা‌মের মুফ‌তি মহিউদ্দিন ইকরাম, পিপলস লী‌গের সৈয়দ মাহবুব হো‌সেন, সাম্যবাদী দ‌লের সৈয়দ নুরুল ইসলাম, সুপ্রিম কো‌র্টের আইনজীবী অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, লেবার পা‌র্টির মাহবুবুর রহমান খা‌লেদ, এস এম ইউসুফ আলী, জ‌হিরুল হক, আবদুর রহমান খোকন, মো‌হেবুল্লাহ আল মে‌হেদী প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.