নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় টাংকিরপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় অনিককে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।সন্ত্রাসী হামলায় রাশেদ মোহাম্মদ অনিক (১৯) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। সন্ত্রাসী হামলায় রাশেদ মোহাম্মদ অনিক (১৯) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
আহত অনিক লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিকবিষয়ক সম্পাদক মো. হানিফের ছেলে। অনিক বিজিআইসি ক্যাবল নেটওয়ার্কের কালেক্টর পদে কর্মরত।
অনিকের পিতা মো. হানিফ বলেন, ‘টাংকির পাহাড় এলাকার সোহেল, মোটা কাউসার ও হাসান বহিরাগতদের নিয়ে আমার ছেলের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা দা ও ছুরি দিয়ে আমার ছেলের মাথায় কোপ দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা অনিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।’
সিএমপির খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘বড়ভাই-ছোটভাই ইস্যু নিয়ে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে লিখিতভাবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদনা: আই এইচ