নিজস্ব প্রতিবেদক
বেশ কয়েকটি একের পর এক হত্যাকান্ড আর আত্মহত্যার পর এবারো আরো একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে সাতকানিয়া উপজেলায়
রোববার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরীর নাম কুনছুমা ছিদ্দীকা হুমাইরা (১৭)। সে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালামিয়াপাড়ার মো. ইসমাঈলের মেয়ে।
স্থানীয়রা জানান, নিহত হুমাইরার বিয়ে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিল।
ইউপি সদস্য আবদুল কাদের ও গ্রাম পুলিশ কামাল উদ্দিন জানান, হুমাইরা আজ (রোববার) মাগরিবের আজানের আগে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তিন বোনের মধ্যে হুমাইরা সবার বড় ছিল।
সাতকানিয়া থানার উপপরিদর্শক মাহবুব আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সম্ভবত বিয়ে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধে সে আত্মহত্যা করেছে।
সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুজন কুমার দে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।