ঈদগাঁও উপজেলা পুজা উদযাপন পরিষদ সম্মেলন শুক্রবার : কারা আসছেন নেতৃত্বে

ঈদগাঁও প্রতিনিধি: নবগঠিত ঈদগাঁও উপজেলা পুজা উদযাপন পরিষদের বহু কাঙ্খিত সম্মেলন কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে সনাতনী সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন নেতৃত্বে কারা আসছেন, এই নিয়ে চলছে হরেক রকমের কল্পনা ঝল্পনা। তথ্য মতে, কক্সবাজারে নতুন ঈদগাঁও উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্মেলন ১৭ই সেপ্টম্বর শহরস্থ ব্রাক্ষম মন্দিরে অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে ৬ জন প্রার্থী নিবার্চনে অংশ নিয়েছেন। তবে ৪৬ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। তৎমধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন, তারা হলেন- ঈদগাঁও বাজার ব্যবসায়ী মৃনাল আচার্য্যে, সাবেক ছাত্রনেতা চন্ডী আচার্য্যে,জালালাবাদ পুজা উদযাপন পরিষদ সভাপতি বিকাশ কান্তি দে। সাধারন সম্পাদক পদে বীর মুক্তিযোদ্বার সন্তান,কৃষি অফিসার জিকো দাশ সুব্রত, ঈদগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক জনি পাল, পোকখালী ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুমন চৌধুরী আগুন। উভয় পদের প্রার্থীরা সকাল থেকে রাত অবদি পর্যন্ত ঈদগাঁও উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলেই ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রাথর্নায় চষে বেড়াচ্ছেন। চলছেই হাড্ডাহাড্ডি নিবার্চন। প্রচারনায় নেমে পড়েন প্রার্থীদের নিকটতম আত্বীয় স্বজনরাও। ভোটারেরা আপদে বিপদে ও সুখে দু:খে কাকে পাশে পাবেন, এসব বিষয়াদি বিবেচনায় রেখেই সৎ ও যোগ্য প্রার্থীর পক্ষে রায় দিবেন এমনটিই জানা গেছে। প্রার্থীরা মাঠে ভোটারদের সাথে কৌশল বিনিময়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা থেমে নেই সভাপতি এবং সাধারন সম্পাদক প্রার্থীদের। শুক্রবার ঈদগাঁও উপজেলা পুজা উদযাপন পরিষদ সম্মেলনের সত্যতা নিশ্চিত করেন জেলা কমিটির সাধারন সম্পাদক।
মন্তব্য করুন

Your email address will not be published.