নলুয়ার ইউপি নির্বাচনে লড়তে যাচ্ছেন লিয়াকত আলী

সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের কৃতি সন্তান দক্ষিণ জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক মরহুম জেবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মরফলা আর এম এন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি আজীবন দাতা সদস্য আলহাজ্ব মোঃ লিয়াকত আলী।এই করোনা মহামারীতে মানুষ যখন ভয়ে ঘর থেকেই বের হয়নি ঠিক তখনি তিনি ঘরে বসে না থেকেই ছুটে এসেছেন নলুয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গরীব অসহায় মানুষের পাশে। সাহায্যর হাত বাড়িয়ে দিয়ে রেখেছেন নজিরবিহীন মানবতার এক অন্যান্য দৃষ্টান্ত। নলুয়া ইউনিয়নের মানুষের যেকোনো দুঃখ-দুর্দশায় ছুটে আসেন মানুষের সেবাই। তিনি মনে করেন মানুষের সেবাই যেন পরম ধর্ম। এলাকার কোন জনপ্রতিনিধি না হয়ে কবে যাচ্ছেন রাস্তা ঘাট মসজিদ মাদ্রাসা গীর্জা সহ সবকিছুতেই রেকে যাচ্ছেন এক বিশেষ অবদান।করে দিয়েছেন অসংখ্য ভাঙ্গারাস্তা তারই ধারাবাহিকতায় আজ ০২•০৯•২০২১ ইং উদ্ভোদন করলেন নলুয়া ভোট অফিসের পশ্চিম পাশে বসবাস করি খাইর আহমদ সড়কটি।এই সড়ক দিয়ে যাতায়াত করে ৭০থেকেই ৮০ পরিবার। কিন্তুু তাদের চলাচলে একমাত্র রাস্তাটি ছিল ভাঙাচোরা বর্ষাকালে ওই রাস্তা দিয়ে হাঁটার চলার উপযোগী না হওয়ার কারণে চলাচলের খুব কষ্ট হতো এলাকাবাসীর। তাদের এই দুঃখ কষ্ট দেখে সাথে সাথে নিজস্ব অর্থায়নে প্রায় ২০০ -২৫০ মিটার রাস্তাটি ব্রিক সলিং দেন করে দেন। ঐ এলাকার এক বয়স্ক মহিলা ঘর থেকেই বের হয়ে বলেল আমাদের এই রাস্তাটি করে দেওেয়ার জন্য বতর্মান চেয়ারম্যানের কাছে বেশ কয়েক বার গিয়েছি তিনি আমাদের কে করে দিবে দিবে বলে আস্তত করে গেছে কিন্তুু করেনি।শেষ বার যখন রাস্তাটির কথা বলার জন‍্য চেয়ারম্যানের কাছে গেছি তিনি এমন ভাব দেখালেন যেন তিনি আমাদের কে চিনেনা কিংবা আমাদের কে কোন দিন দেখেওনি। আমরা এলাবাসি মিলে গত কাল লিয়াকত সাহেবের বাসায় গিয়েছি আমাদের দুঃখ দুর্দশার কথা শুনে নিজে এসে দেখে ওই জায়গা থেকে মিস্ত্রি ডেকে ব্রিকফিল্ড থেকে ইট এনে রাস্তা ঠিক করে দেন।আমরা এলাবাসি আল্লাহ্ কাছে ফরিয়াদ করি উনার মত এক জন মানুষকে যেন এই নলুয়াবাসির অভিভাবক হিসাবে আমাদের জনপ্রতিনিধিত্ব করে।

মন্তব্য করুন

Your email address will not be published.