জালালাবাদের শিক্ষক আবুল ফজল ফরাজীর জানাযা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল

ঈদগাঁও প্রতিনিধি:

ঈদগাঁও উপজেলা জালালাবাদের অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল ফজল ফরাজীর জানাযা সম্পন্ন হয়েছে। জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে।

৭ অক্টোবর বিকেল তিনটায় সাবেক এই শিক্ষক
ইউনিয়নের পালাকাটাস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না……..রাজেউন)।

৮ই অক্টোবর সকাল সাড়ে ৯টায় পূর্ব পালাকাটা জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন,বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ এমদাদ উল্লাহ, মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও সাবেক শিক্ষক রশিদ আহমদ।

মৌলভী আবুল ফজল ছিলেন শিক্ষক, আলেম এবং দ্বীনদার একজন মানূষ। তাঁর কর্ম, চিন্তা-চেতনা ও ধ্যানধারণা ছিল সবসময় কল্যাণমুখী, বাস্তববাদি এবং জ্ঞানগভীর। তাঁর মৃত্যুতে দেশ ও সমাজ একজন আলোক প্রদীপকে হারালো।
তাঁর জনকল্যাণমুখিতা ও মানুষের প্রতি গভীর অনুরাগ চিরদিন মানুষের মনে বেঁচে থাকবে।

ঈদগাঁও ঐক্য পরিবার তাঁর বিদেহী আত্নার শান্তি কামনা করেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন- ঐক্য পরিবারের এডমিন সংবাদকর্মী এম আবু হেনা সাগর ও ইমরান তাওহীদ রানাসহ অনেকেই।

মন্তব্য করুন

Your email address will not be published.