করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলেন সাংসদ নদভী ও তার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও তার স্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্যা রিজিয়া রেজা চৌধুরী করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলেন।

এই টিকা নেওয়ার পর তাঁদের আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এসময় সাংসদ নদভী বলেন টিকা নেওয়ার পর তাঁর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তিনি আরও বলেন, ‘যেকোনো ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। এ ক্ষেত্রেও সামান্য কিছু কারও কারও থাকতে পারে। তবে আমার কোনো খারাপ কিছু লাগছে না।’

টিকা নিয়ে কিছু অপপ্রচার আছে উল্লেখ করে সাংসদ নদভী বলেন, টিকা দিতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। সরকার তা করে যাচ্ছে। নিবন্ধনসংক্রান্ত বিষয়টা আরও সহজ করা হবে আস্তে আস্তে। আপাতত পঞ্চান্নোর্ধ্ব ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরে অন্যান্য বয়সের লোকদের দেওয়া হবে।

সম্পাদনা: আই এইচ

মন্তব্য করুন

Your email address will not be published.