বান্দরবানের লামায় বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

চকরিয়া প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙ্গালী পাড়া এলাকায় টং ঘরে বসে ধানক্ষেত পাহারারত চাচা-ভাতিজা বজ্রপাতে নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব পাড়ার ইসহাক আহমদের ছেলে এনামুল হক (৫২) ও নবী হোসেনের ছেলে শহীদুল ইসলাম (১৫)। হাতি থেকে রক্ষা পেতে গাছের উপর তৈরি করা টং ঘরে থাকতেন নিহতরা। ঘটনার সময় তাদের পরিবারের অন্যান্য সদস্যরা লক্ষ্যারচরের বাড়িতে থাকলেও চাচা-ভাতিজা টং ঘরের উপর বসে ধান পাহারা দিচ্ছিল। ওই সময় রাত সাড়ে ১২টার দিকে আকস্মিক বজ্রপাত হলে টং ঘরেই তাদের মৃত্যু হয়। উল্লেখ্য, বজ্রপাতে নিহত শহীদুল ইসলামের পিতা নবী হোসেন ৭ বছর আগে একই এলাকায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে মারা যান। ওই ঘটনার পর থেকে লম্বা গাছের উপরে টং ঘর তৈরি করে ক্ষেত-খামার পাহারা দিয়ে আসছিল তার পরিবারের লোকজন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়র্ডের ইউপি সদস্য জিয়াবুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.