আনোয়ারায় পুড়ানো হলো সাড়ে ৬লক্ষ টাকার অবৈধ জাল

জাহিদ হাসান হৃদয়ঃ (আনোয়ারা,চট্টগ্রাম)

 

মা – ইলিশ রক্ষা কার্যক্রম-২০২১ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে ৬লক্ষ টাকা মূল্যের ১৩ হাজার মিটার অবৈধ পেকুয়া জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হকের নেতৃত্বে উপজেলার সাঙ্গু এবং বঙ্গোপসাগরের উপকূলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসময় অভিযানে অফিস সহকারী এনামুল হক এবং বাংলাদেশ কোস্টগার্ড সিজি স্টেশন সাংগু গহিরা কন্টিজেন্ট কমান্ডার ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন,মা – ইলিশ রক্ষা কার্যক্রম-২০২১ বাস্তবায়নে এই অভিযান অব্যহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.