দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন বেলু

 

 

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী,রাজনীতিবিদ,সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ গিয়াস উদ্দিন বেলু।

বৃহস্পতিবার (২১) মে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাসেম স্বাক্ষরিত চার সদস্যের এ কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অভিভাবক প্রতিনিধি আবদুল হাকিম,শিক্ষক প্রতিনিধি পদে ফাহমিদা হক, ও সদস্য সচিব (পদাধিকারবলে) উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়োগ দেন।

শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন বেলু রাজনীতিবিদ এবং দেয়াং রেস্টুরেন্ট ও লুসাই পার্কের পরিচালক ও বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসায় সম্পৃক্ততা রয়েছেন।এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মানবিক কাজের সাথে জড়িত রয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.