শেখ রাসেল’র জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা সামগ্রী বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষে সোমবার বিকেলে নগরীর এম. আজিজ স্টেডিয়াম সংলগ্ন মালি পাড়ায় ‘বর্ণের স্কুল’ ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন সম্মেলন-২০২১ এর ব্যবস্থাপনা উপ-পরিষদের আহবায়ক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদেক হোসেন চৌধুরী পাপ্পু।
শুরুতে শহীদ শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুসাফির খানা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মুহাম্মদ যোবায়ের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করেন নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্মআহবায়ক কে.বি.এম. শাহজাহান।
উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীস্বেচ্ছাসেবক লীগের সম্মেলন-২০২১ এর অভ্যর্থনা উপ-পরিষদের আহবায়ক মুহাম্মদ জসিম উদ্দিন, সাংস্কৃতিক উপ-পরিষদের আহবায়ক মনোয়ার জাহান মনি, সামশেদ খোকন, সাধন দাশ, পংকজ রায়, নুর আহম্মদ, এনামুল হক, বেলাল হোসেন, আবদুল মতিন, রতন বড়ুয়া, সুমন সেন, এম.এ.এইচ মানিক, আব্দুল বাতেন, মনিরুল ইসলাম মনি, ইলিয়াছ খান মিলন, সবুজ মিয়াজী, জাহেদ হোসেন টিটু, শরিফুল ইসলাম, শাহদাত হোসেন রনি, গিয়াস উদ্দিন রিফাত, আফতাব উদ্দিন মাহমুদ, ইসমে আজিম আসিফ, লুৎফুর রহমান শাকিল, জাফর আলীসহ স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

 

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.