সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়ায় পানির খরচে মরছে কৃষক শিরোনামে চট্টগ্রাম সংবাদে প্রকাশিত সংবাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করেছেন সাংসদ এম এ মোতালেব সিআইপি।
শনিবার রাতে চট্টগ্রাম সংবাদকে এই নির্দেশনার তথ্য নিশ্চিত করেন সাংসদের পিএস আবু তৈয়ব।
চট্টগ্রামের বহুল প্রচারিত চট্টগ্রাম সংবাদ পত্রিকার অনলাইন ভার্সনে গতকাল শুক্রবার( ৩ই মে) একটি সংবাদ পরিবেশন করা হলে নড়চড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা, ফলে বিষয়টি সরাসরি সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ এম এ মোতালেব সিআইপির নজরে আসলে তিনি উপজেলা প্রশাসনকে এই বিষয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন বলে চট্টগ্রাম সংবাদকে নিশ্চিত করেন সাংসদের পিএস আবু তৈয়ব।
জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষকদের ধানিজমিতে কানি প্রতি অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ ওঠেছে স্কীম ম্যানেজার বা (পানিওয়ালাদের) বিরুদ্ধে।
জানা যায়, ২৯শে এপ্রিল কেঁওচিয়া ইউনিয়নের বেশ কয়েকজন কৃষক বিষয়টি লিখিত আকারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সংশ্লিষ্টদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযোগ দায়ের করেন।
সাংসদ এম এ মোতালেব সিআইপির বরাতে পিএস আবু তৈয়ব চট্টগ্রাম সংবাদকে বলেন,
সহনীয় পর্যায়ে খরচ আসতে হবে অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এই বিষয়ে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে আলোচনা করে দ্রুততম সময়ে করণীয় নির্ধারণ করা হবে। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রান্তিক পর্যায়ে উৎপাদন খরচ বাড়লে ধানের দামও বাড়বে, না হয় কৃষক লসে পড়তে পারে।
সাংসদ এম এ মোতালেব সিআইপির পিএস আবু তৈয়ব অনলাইন পত্রিকা চট্টগ্রাম সংবাদের প্রশংসা করে বলেন, ইদানিং গণমানুষের চাহিদার মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছেন চট্টগ্রাম সংবাদ।
আমরা চাই এসব খুটিনাটি বিষয় চট্টগ্রাম সংবাদের মাধ্যমে নজরে আসুক।
সাতকানিয়ায়- পানির খরচে মরে যাচ্ছে কৃষক,স্কীম ম্যানেজারদের বিরুদ্ধে ওঠেছে অভিযোগ