দীঘিনালায় নিরাপত্তা বাহিনীর অভিযানে-আটক ১

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ, মোবাইল, নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ সহ ইউপিডিএফ (মূল) দলের একজনকে আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানায়, ২০ অক্টোবর (বুধবার) ১১ টায় উপজেলার ৫ নং বাবুছড়া ইউনিয়নের অধীন একটি দোকানে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) দলের সদস্য স্বর্ণ লংকার চাকমা ওরফে রনি’কে আটক করা হয়। এ সময় তার কাছে, ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩রাউন্ড এ্যানিমেশন, নদগ ৩৮ হাজার ৫’শত ২০ টাকা, ৩টি মোবাইল, ৫টি সীম কার্ড ১টি মেমোরি কার্ড সহ চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী সূত্র আরও জানায়, আটককৃত স্বর্ণ লংকার চাকমা এলাকার একজন চিহ্নিত সন্ত্রাস ও চাঁদাবাজ। সে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও অবৈধ চাঁদা আদায় করে সাধারণ মানুষেকে হয়রানি করে আসছিলেন। আটককৃত’কে জব্দকৃত আলামত সহ দীঘিনালা থানায় সোপর্দ করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর চলমান এ ধরনের কার্যক্রম আব্যাহত থাকবে বলেও জানান সূত্রটি।

মন্তব্য করুন

Your email address will not be published.