ঈদগাঁও বাজারে যত্রতত্র পার্কিং-এ দুর্বিষহ যন্ত্রনা

স্টাফ রিপোটার, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও বাজারে যত্রতত্র পয়েন্টে বিভিন্ন পণ্যবাহী গাড়িসহ অন্যন্যা যানবাহন পার্কিং করে খামখেয়ালীভাবে। দেখার যেন কেউ নেই। এতে দুর্বিষহ যন্ত্রনায় পড়েন বাজারের দোকদারসহ পথচারীরা। যার কারণে প্রতিদিন যানজটের কবলে বন্দি হচ্ছে ব্যবসায়ীসহ সাধারণ জনগণ। যেন এই তদারকিতে কেউ নেই।

দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ বাণিজ্যিক উপশহর ঈদগাঁও বাজারের দক্ষিণ এলাকায় মালবাহী ট্রাক যেখানে সেখানে পার্কিং করায় সাধারণ যানবাহন চলাচলে চরম দুর্ভোগে পড়ার চিত্র চোখে পড়ে।

বিশেষ করে, পণ্যবাহী গাড়ীর পাশাপাশি তিন চাকার যানবাহনও বাজারের নানা পয়েন্টে ইচ্ছেমত পার্কিং করায় জন ও যানচলাচলে নিদারুণ কষ্টের পাশাপাশি জনদুর্ভোগে পড়তে হচ্ছে ব্যবসায়ী, রোগী, চাকরীজিবীসহ নানা শ্রেণির পেশার মানুষকে।

সাম্প্রতিক সময়ে যত্রতত্র স্থানে রিক্সার পাশাপাশি যন্ত্রচালিত এসব লাইসেন্সবিহীন তিন চাকার যানবাহনও চলছে সমানতালে। তাতে আবার অদক্ষও আনাড়ি চালক। কোন রকম ভয়, দ্বিধা-দ্বন্ধ ছাড়া রাস্তায় ছুটে যাওয়া ব্যাটারী চালিত যানবাহনের সংখ্যা বৃদ্বি পাচ্ছে।

চালক কাসেম, নাছিরসহ কজন জানান, ঢাকা চট্রগ্রাম থেকে আসা পণ্যবাহী বড়বড় ট্রাক যখন তখন প্রবেশ করনে বাজারবাসীকে নিদারুন ভোগান্তিতে পড়তে হচ্ছে। নেই কোন নিয়মনীতি।

পথচারী শামশু জানান, নানা সময়ে ঈদগাঁও বাজারে যত্রতত্র স্থানে খাদ্যবাহী বিভিন্ন গাড়ীসহ অপরাপর ছোট পরিবহন ইচ্ছেমত যেখানে সেখানে দাঁড় করে রাখার ফলে সৃষ্টি হচ্ছে যানজট। জনদূর্ভোগ থেকে রক্ষা পাচ্ছেনা বাজারে আগত লোকজন।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সভাপতির মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.