চকবাজারের কাউন্সিলর নুর মোস্তফা টিনুর শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:

চকবাজার কাউন্সিলর নুর মোস্তফা টিনুর শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যালয়ে মন্ত্রী মো.তাজুল ইসলাম রবিবার (৭ নভেম্বর) দুপুরে নুর মোস্তফা টিনুকে শপথ বাক্য পাঠ করান।
শপথ নিয়ে মুঠোফোনে নবনির্বাচিত কাউন্সিলর নেতা নুর মোস্তফা টিনু জানান,চট্টলবীর মরহুম মহিউদ্দীন চৌধুরীর সুযোগ্য পুত্র শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করীম চৌধুরীর দেখানো পথে চলে চকবাজার ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর প্রয়াত গোলাম হায়দার মিন্টু ভাইয়ের অসমাপ্ত কাজ সম্পন্ন করে ১৬ নং চকবাজার ওয়ার্ডকে চট্টগ্রাম সিটির মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ,তিনি আরও বলেন, আমাকে চকবাজারবাসী ভালবেসে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেছে আমিও তাদের আস্থার প্রতিদান হিসেবে অগ্রাধীকার ভিত্তিতে চকবাজারকে জলাবদ্ধতা নিরসন, মাদকমুক্ত,ইভটিজিংমুক্ত, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আপ্রাণ চেষ্ঠা করব। শপথ অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিষ্টার ফজলে নুর তাপস,স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন ও রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের উপ-নির্বাচনে নব নির্বাচিত কাউন্সিলরদেরও শপথ দেয়া হয়।
প্রসংগত, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের ৭বারের নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু মারা গেলে গত ৭ অক্টোবর কাউন্সিলর পদে উপ-নির্বাচনে কারাগার হতে নির্বাচনে অংশগ্রহণ করে ৭৮৯ ভোট পেয়ে মিষ্টিকুমড়া প্রতীকে রেকর্ড সংখ্যাক ২২ জন প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হন নূর মোস্তফা টিনু জয়ী হয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.