সারাদেশে ভূমিকম্প, উৎপত্তি ভারত-মিয়ানমার সীমান্তে

ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ সারাদেশ। ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্ত। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন প্রতিষ্ঠান ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভের তথ্য বলছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ১। উৎপত্তিস্থল মিয়ানমারের হাকহা শহরের উত্তর ও উত্তর-পশ্চিমে ১৯ কিলোমিটার দূরত্বে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ৩২ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

এদিকে ইউরোপীয়ান মেডিটেরানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮ । ভূপৃষ্ঠ থেকে ৩২.৮ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি। যদিও শুরুতে এ ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ বলে জানিয়েছিল ইএমএসসি।

ভূমিকম্পটি রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.