করোনার নতুন ভ্যারিয়েন্টের ক্ষমতায় উদ্বিগ্ন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বিজ্ঞানীরা এ ভ্যারিয়েন্টের নাম দিয়েছেন বি.১.১.৫২৯। দক্ষিণ আফ্রিকা, হংকং ও বতসোয়ানাসহ কয়েকটি দেশে এখন পর্যন্ত ৫০ জনের বেশি এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।

করোনার নতুন এ ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। নতুন এই ভ্যারিয়েন্টটি বারবার রূপ বদল করতে পারে বলে আশঙ্কা তাদের। এ ভ্যারিয়েন্টের রূপ বদল করার ক্ষমতা আগের সকল ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাবে বলেও আশঙ্কা করছেন তারা।

দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স-এর পরিচালক অধ্যাপক তুলিও ডি ওলিভেইরা জানিয়েছেন, ভ্যারিয়েন্টটির মিউটেশনের অস্বাভাবিক গতিবিধি দেখা যাচ্ছে। তিনি বলেন, ভ্যারিয়েন্টটি আমাদের অবাক করেছে। এর বিবর্তনের উচ্চ প্রবণতা দেখা গেছে, আরও বহুবার এটি রূপ বদল করবে।

শুক্রবার ভ্যারিয়েন্টটির নামকরণ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, এই ভ্যারিয়েন্টের দিকে কড়া নজর রাখা হচ্ছে। শুক্রবার টেকনিক্যাল মিটিংয়ে নামকরণের পাশাপাশি এটি ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ না ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ তালিকায় স্থান পাবে তাও জানানো হবে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জো ফালা এ ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়লে দক্ষিণ আফ্রিকায় মহামারি ফের তীব্র রূপ নেবে বলে আশঙ্কা তার।

 

মন্তব্য করুন

Your email address will not be published.