ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্য পাঠপুস্তক বিতরন

ঈদগাঁও প্রতিনিধি: ২০২২ সালের নতুন বছরের প্রথম দিন কক্সবাজারের নবঘোষিত উপজেলা ঈদগাঁওর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠপুস্তক বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শনিবার (১ জানুয়ারী) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাতের সভাপতিত্বে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরন কার্যক্রমের সূচনা ঘটে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল করিম মাদু। উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক সিরাজুল হক, এসএম তারেকুল হাসান তারেক, আবদুল মজিদ খাঁন, মো: রেজাউল করিম, আবদুস সালাম, পূর্ণাম পাল, শিক্ষক আবদুল খালেক মিশুক, মোজাম্মেল হক, মোহাম্মদ আলম, গিয়াস উদ্দিন বাহার, আনিছুর রহমান, অফিস সহকারী শামসুল আলমসহ আরো অনেকে। শিক্ষার্থীরা নতুন বছরের নতুন দিনে বই হাতে পেয়ে খুশিতে উৎফুল্ল হন। এছাড়াও ঈদগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরের প্রথমদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে বই বিতরন করা হয়। স্কুলে স্কুলে নতুন বই নিতে আসা শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠে। উল্লেখ্য, ২০১২ সাল থেকে বর্তমান সরকার আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় সারাদেশে এক যোগে বছরের প্রথমদিন ১ জানুয়ারী শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতিতে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ উদযাপিত হয়ে আসছে।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.