ঈদগাঁওতে অসহায় ও শীতার্ত মানুষের পাশে “ফজেষ্ট হ্যাপিনেন্স” সংগঠন

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলার মানবিক সংগঠন “ফজেষ্ট হ্যাপিনেন্স” অসহায় শীতার্ত মানুষের পাশে শীতবন্ত্র বিতরন করেন। গতকাল রাতেই ঈদগাঁও বাসস্টেশনের বিভিন্ন পয়েন্টে প্রায় শতাধিক অসহায়-হতদরিদ্র শীতার্ত লোকজনের মাঝে শীত কম্বল বিতরনকালে অংশ নেন, সংগঠনের প্রতিষ্ঠাতা জামশেদ বিন নুরী এবং সহকারী নাবিল মোহাম্মদ রেজা। সহযোগীতা করেন শওকত উসমান মিছবাহ, উপস্থিত ছিলেন, নাবরাজ,জাওাদ, তারেক, নিথিল, ফারুক,ওসমান,আলভী এবং আজাদ। এতে উদ্যোক্তা রেমিটেন্সযোদ্বা সরওয়ার কামাল সহায়তার হাত বাড়িয়ে দেন। সরওয়ার বলেন, প্রত্যেক রেমিটেন্সযোদ্বাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। উল্লেখ্য যে, ফজেষ্ট হ্যাপিনেন্স অসহায় মানুষ ও পথশিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ও উদ্দশ্যে নিয়ে মানবিক কাজে এগিয়ে যাচ্ছে এ সংগঠন।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.