`খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে কোনো বাধা মানবে না জনগণ’

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সারাদেশে বিএনপির জনসভাগুলো জনসমুদ্রে পরিণত হচ্ছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনগণের এ স্রোত আওয়ামী সরকারের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে এখন জনগণের সমাবেশগুলো বানচাল করার জন্য ১৪৪ ধারা জারি করে জনমত দমিয়ে রাখতে চায়।

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে নিউমার্কেটের দোস্থ বিল্ডিংয়ে দলীয় কার্যালয়ে বুধবার (১২ জানুয়ারি) কেন্দ্র ঘোষিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে মুক্তির প্রশ্নে কোনো বাধা মানবে না। জনস্রোতের কাছে কোনো বাধাই টিকে থাকতে পারবে না। দক্ষিণ জেলা বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সদস্যসচিব মোস্তাক আহমদ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।

বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম, মোশাররফ হোসেন, এম মনজুর উদ্দীন চৌধুরী, মুজিবুর রহমান চেয়ারম্যান, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দীন, হুমায়ুন কবির চৌধুরী আনছার, মোস্তাফিজুর রহমান, মোজাম্মেল হক, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লোকমান, সদস্যসচিব রেজাউল হক চৌধুরী, বোয়ালখালী উপজেলার আহ্বায়ক হাজি ইসহাক চৌধুরী, কর্ণফুলী উপজেলার সদস্যসচিব মো. ওসমান, চন্দনাইশ উপজেলার সদস্যসচিব আ ক ম মোজাম্মেল ও লোহাগাড়া উপজেলার সিনিয়র যুগ্ম আহ্ববায়ক আবু তাহের প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.