আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় ২০০ পিস ইয়াবাসহ মো. মিলন নুর মিলু (২৯) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের মেরিন একাডেমি সড়কের ওয়াপদা কাঠির পাড় থেকে কর্ণফুলী থানা পুলিশ মিলুকে গ্রেপ্তার করেছে। মিলু বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের মৃত রাজ্জাক নুরের পুত্র।
কর্ণফুলী থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা পুলিশের বিশেষ টিম বৈরাগ ইউনিয়নের মেরিন একাডেমি সড়কের ওয়াপদা কাঠির পাড় এলাকায় অভিযান চালিয়ে মো. মিলন নুর মিলু (২৯) কে গ্রেপ্তার করে। পরে তারদেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ জানান, গ্রেপ্তারকৃত মিলন নুর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। গত বছর তার এক ভাইকেও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারকৃত মিলন নুরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।