ঈদগাঁওতে তানযীলুল কোরআন মডেল হেফজ খানার যাত্রা

ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তানযীলুল কোরআন মডেল হেফজ খানার যাত্রা ঘটেছে। শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। জানা যায়, ঈদগাঁও উপজেলার চৌফলদন্ডী সড়কের জালালাবাদ (বশির সওদাগর দোকান দক্ষিন পাশ্বে আজিজ ভবনে) প্রাইভেট, বিশুদ্ধ রুচিশীল ও ব্যতিক্রমধর্মী হেফজখানা প্রতিষ্ঠা করেন। এলাকার কোমলমতি শিক্ষার্থীদের ভালমানের কোরআন শরীফ পাঠদানের প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন হেফজখানা কর্তৃপক্ষ। নাজেরা, দাওরা ও হেফজ বিভাগের শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বাংলা,ইংরেজী ও গনিত পড়ানো হয়। সুন্দর ও মনোরম পরিবেশে এলাকার ছাত্রদের ইসলাম ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে হাটি হাটি পাপা করে একধাপ এগিয়ে রয়েছে। হেফজ বিভাগের শিক্ষার্থীদের মধুর কন্ঠে কোরআন তেলোয়াত যেন মন কেড়ে নেয়। কোরআনের কলকাকলিতে মুখরিত হয়ে উঠে এলাকার পরিবেশ। দায়িত্বশীল সূত্র মতে, তাজবীদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারনসহ হিফজের উপযোগী কোর আন শেখার ব্যবস্থা, তিন বছরে সম্পূর্ণ কোর আন হিফজের ব্যবস্থা,অভিজ্ঞ কারীদের মাধ্যমে মশক করার ব্যবস্থা,সুন্নতের পাবন্দ,আদর্শবান, দক্ষ,ত্যাগী ও ভালমানের শিক্ষকের তত্তাবধানে কোরআন পড়ার ব্যবস্থা রয়েছে। গতকাল হেফজখানা ভবন পরিদর্শনকালে দেখা যায়,সুন্দর,মনোরমও নিরিবিলি পরিবেশে পবিত্র কোরআন শরীফ পাঠদান করেছেন শিক্ষার্থীরা। কোরআনের সুমধুর কন্ঠে মুখরিত করে তুলছেন আশপাশ এলাকা। ক্বারী হাফেজ মাওলানা মোহাম্মদ নোমানের সাথে কথা হলে তিনি সম্পূর্ণ প্রাইভেট ভিত্তিতে হেফজখানায় কোরআন শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। একজন ছাত্রকে আদর্শবান হেফজ করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানায়। এতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।
মন্তব্য করুন

Your email address will not be published.