প্রয়াত নেতাদের স্মরণ করে মাঠে নামল বায়েজিদ থানা ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

বায়েজিদ থানার প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে নগরের বায়েজিদ থানা ছাত্রলীগের নবগঠিত কমিটি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

জানা যায়, দিনের শুরুতে ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের সাবেক কমিশনার লিয়াকত আলী খানের কবর জিয়ারত করা হয়। এরপর ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল আলম ও সাধারণ সম্পাদক শফিউল আলম সগীরের কবর জিয়ারত শেষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিনব্যাপী এ কর্মসূচিতে মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক সুলতান মাহমুদ ফয়সাল, যুগ্ম আহবায়ক রুবেল খান, ওয়াহিদ টিটু, মনিরুজ্জামান সজল, আব্দুর রহিম জেকি, কায়েস হাশেমী সুমন, আরিফুর রহমান বাবু, সৈয়দ মোহাম্মদ রিজভী।

সদস্যদের মধ্যে অংশগ্রহণ করেন জুয়েল রানা, সিরাজুল ইসলাম সবুজ, কামরুল হাসান, পাপ্পু, মাহবুবুর রহমান, রায়হান উদ্দিন নিশান, নাঈম উদ্দিন, রবিন হুছেন, ইফতেখার সুজন, শাফখাত মির্জা, সরওয়ার হোছেন মির্জা, মো. বোরহান শাওন। এছাড়াও ছাত্রলীগ নেতা তানজীল, আরিফ মাহিদ, সজীব সহ শতাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

বায়েজিদ থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক সুলতান মাহমুদ ফয়সাল বলেন, ‘কমিটি গ্রহণের পর আমরা সর্বপ্রথম সালাম করতে যাই চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর কবরে। আজকে আমরা বায়েজিদ এলাকায় যারা জাতির জনক বঙ্গবন্ধুর জন্য যারা সংগ্রাম করেছে তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করি। আশা করি চট্টলার সুযোগ্য সন্তান আমাদের অভিভাবক মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, নগর ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক আমাদের উপর যে আস্থা রেখেছেন তার যোগ্য প্রতিদান দিতে কাজ করে যাব।’

মন্তব্য করুন

Your email address will not be published.