সাতকানিয়া উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।
নিহত আব্দুল হক কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। তিনি চট্টগ্রাম সংবাদ পত্রিকার চেয়ারম্যান মো. মঈন উদ্দিনের পিতা।
সোমবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু বলেন, ‘সকাল ১০টায় খবর পেয়ে ওই চেয়ারম্যানের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’