ঈদগাঁওতে দেড় হাজার পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি

ঈদগাঁও প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁওতে দেড় হাজার পরিবারের মাঝে টিসিবি পণ্য বিতরন করা হয়েছে। ২৩শে মার্চ (বুধবার) দুপুরে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্বল্পমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,ঈদগাঁও ইউপির ট্যাগ অফিসার রাশেদুল হাসান,ডিলার সোহেল,সাংবাদিক এম আবু হেনা সাগর,ব্যবসায়ী মুহসিনসহ আরো অনেকে। ঈদগাঁও থানার একদল পুলিশ ও ইউপির গ্রাম পুলিশরা অংশ নেন। ইউনিয়নে দেড় হাজার নর নারী কার্ডধারীরা স্বল্পমূল্যে পণ্য পেয়ে খুশিতে উৎফুল্ল হন। জানা যায়, একজন কার্ডধারী ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল কিনতে পারছেন। জনপ্রতি ৪শ ৬০ টাকা ব্যয়ে একজন উপকারভোগী টিসিবি পণ্য ক্রয় করতে পারছে। দেখা যায়, স্বল্পদামে টিসিবি পন্য বিতরন খবরে সকাল থেকে ইউনিয়নের প্রত্যান্ত পাড়া- মহল্লার লোকজন ভীড় করে স্কুলে। কড়ারোদের মধ্যেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন হতদরিদ্র, মধ্যবিত্ত শ্রেণীর অসংখ্য নর-নারীরা। তবে রোদ্রে অপেক্ষা করায় অনেকে চোখেমুখে চাপাক্ষোভ বিরাজ করছে।
মন্তব্য করুন

Your email address will not be published.